==============
হাশরের দিন বলবে সবাই
ইয়া নাফসি, ইয়া নাফসি,
চিনবে না কেউ বলবে শুধু
আমি বাঁচি, আমি বাঁচি।
নিজের চিন্তায় নিজে ব্যস্ত
সবাই হবে স্বার্থপর,
চিনবে না কেউ পিতামাতা,
চিনবে না ভাই ব্রাদার।
হতাশ হয়ে দৌড়ে সবে
কোথায় গেলে স্বস্তি পাই
খেয়াল থাকবে না কোন দিকে
আত্মীয়-স্বজন কিছু নাই।


করোনা এলো তেমনি ভাবে
ধরলে কাউকে ছাড়েনা,
কারো দেহে করোনা এলে
অন্য কেহ ধরেনা।
একা রেখে পালায় সবে
সেবার জন্যও আসে না,
খোঁজ খবর মোবাইলে নিলেও
মরলে কেউ আসে না।
নিজের বাঁচা বাঁচতে চায়
অন্য কিছু বুঝি না,
ইয়া নাফসি, ইয়া নাফসি
অন্য কিছু খুঁজি না।


করোনা হলে পিতার দেহে
পুত্র আগে পালায় ডরে,
চিনতে চায় না বুঝতে চায় না
যায়না তার ধারে।
মায়ের কোলের শিশুর হলে
সরিয়ে দেয় দূরে,
কেউ চায় না কাছে থাকুক
তারে যদি ধরে?
সবার মধ্যে আতংকে চলে
কেউ নয় কারো দলে,
করোনা নয়তো হাশরের ময়দান
কার্যক্রম এটাই বলে।
=================
০৯/০৪/২০
আমতলী, বরগুনা