==============
কথা সে তো তেঁতো হয়
কারো কথায় মিষ্টি,
কেউ বলে এমন করে
সহজে পরে দৃষ্টি।
টক, মিষ্টি, ঝাল কথা হয়
একই নির্গমন,
কোনো কথা আঘাত করে
বিষেরই মতন।


কথার সাথে নাইকো বুলেট
তবুও আঘাত পায়,
কারো কথায় মুক্তা ঝরে
শুনতে সবে চায়।
কথার বিষে সাথে সাথে
হয় আপাদমস্তক নীল,
কান্না করে কথার জোরে আবার
হাসির পরে ঝিল।


মিথ্যা কথা, সত্য কথা
আবার কথা টক,
হাসতে হয় কারো কথা শুনে
কেমন কথার ঢক।
কথার ভয়ে কেউ দৌড়ে পালায়
কাজ হয় কথার গুনে,
কথা দিয়ে না রাখিলে কথা
হয়না বুঝি নুনে।


একই মুখে নানান কথা
একই লোকে কয়,
কথার জন্য দামী হয় কেউ
সত্য কথায় ভয়।
কথা কাজের মিল না হলে
নিন্দা করে লোকে,
কথা শুনে কেউ ভেঙে পরে
শুনলে কারো মুখে।
================
২৩/০৪/২০
আমতলী, বরগুনা।