==============


আমি তার কথা শুনে হাসি
অভিনয় করেছিলো নাকি!
একবার সে বুঝেছেনা যেন
অভিনয়ের ফল বাকি।
ভালোবাসা যদি পেতে চায়
অভিনয় দিয়ে তো নয়,
ভালোবাসার বিনিময়েই শুধু
ভালোবাসা পেতে হয়।


বৃথা সময় লস করছিলে তুমি
এতো বোকা কেন হলে?
ভালোবাসা এতোটা সহজ নয়
পেয়ে যাবে ছলেবলে।
ভালোবাসা নয় বাজারের পন্য
কিনতে চাওয়াটাই ভুল,
ভালোবাসা হলো ধীর গতিতে ফোঁটা
কলি হতে এক ফুল।


তোমার অভিনয় যদি সত্যি হয় তবে
তুমিও অভিনয় পেলে,
সাপলুডু খেলতে গেলে কেউ কখনো
দাবার গুটি নাহি চালে।
নিজেকে বুদ্ধিমান ভাবলেও তুমি
আসলে বোকাই বটে,
তোমার মাথায় কোন বুদ্ধি নাই তবে
গোবর আছে ঘটে।


অভিনয় নয় কোন ভালোবাসার বন্ধন
এটা হলো ছলোনা,
বুঝোনি তুমি তোমার চেয়ে আরও
বুদ্ধিমান অন্যজনা।
মিথ্যা আবেগ আর কতক্ষণ থাকে
সত্যটা ধরা পরে যায়,
তুমি তোমার ভুলে ফেঁসে গেলে বুঝি
নির্বুদ্ধিতার দিলে পরিচয়।
====================
১০/০৫/২০
আমতলী, বরগুনা।