==================
ভালোলাগা থেকে ভালোবাসা হয়
প্রেম নদীতে সবে হাবুডুবু খায়,
ভালোবাসার ছলে মায়া বেড়ে যায়,
মায়ার নদীতে নিজেকে হারায়।
বাস্তবতা এসে তখন স্থায়িত্ব চায়
মায়া রেখে তখন আবেগ হারায়,
তখন ঘর বাঁধার স্বপ্ন দেখার বলে-
খুনটুসি আর ঝগড়া চলে;
মধুর ভালোবাসা তখন  মরিচায় জড়ায়।


বিবেক এসে স্বপ্ন ভাঙার পরিক্রম চালায়
মায়ার চক্ষুতে নদী বয়ে যায়,
হৃদয়ে জমানো ব্যাথা পাথর হতে থাকে
যতই আঘাত আসে ব্যাথা নাহি পায়।
বিবেকের স্রোতের টানে আবেগ হারায়
ভালোবাসার স্মৃতি শুধুই পরে রয়,
যখন স্মৃতির পাতাগুলো পিছনে ফেরায়
মনটা কাঁদে শুধু একা নিরালায়,


আবেগ হারিয়ে যায় বিবেকে তারনায়
মিছে আবেগের মায়া মিছামিছি রয়,
কোথা থেকে কালি মেঘে কালো হয়ে যায়
বৃষ্টি হয় অশ্রু জলের মেঘ কেটে না যায়।


নহর হতে থাকে অশ্রু জলে
সাগরে রূপ নেয় স্রোত শুধু চলে,
হারানোর বেদনায় ব্যাথিত হৃদয়ে
উপায়হীন হয়ে আছে, সমাধান না মিলে।
অন্ধকার নেমে আসে গোধূলির পর
তিমির আধাঁরের দিকে হয় চলাচল,
প্রদীপ খুঁজে বেড়ায় নাহি তা মিলে
অমাবস্যায় গ্রাস করে প্রেম বকুল।
ছিড়ে তব মালাখানি আবেগের ভাষা
হারায়ে যায় বালুচরে প্রেম ভালোবাসা।
=====================
১৬/০৪/২০
আমতলী, বরগুনা।