###################


নিজের হাতে তৈয়ার করে
ঘোষনা দেয় সেরা বলে,
আদর সোহাগে বানাইয়া মানুষ
হৃদয় মাঝে ঘর তোলে।
বিবেক, বুদ্ধি আর বে-বিচারী
সব গুন ঘরের ভিতর,
আলাদা করে সব মজুত রাখে
নিজের মত হয় ব্যবহার।


মানুষ জাতি মাওলার জ্ঞাতি
জ্ঞানে গুনে করছে সার,
ভালো মন্দের বিচার করতে
আদালতও আছে তার।
ব্যবহার বিধি শিখতে পারলে
মানুষ রূপের জন্ম নেয়,
জন্মসূত্রে কেউ নয় রে মানুষ
মানুষ সবার হতে হয়।


যদি জানোয়ারের আচরণ রীতি
মানব হৃদে উদয় হয়,
কে বলে মানুষ তারে?
অমানুষ তার পরিচয়।
মানবের ঘরে মানুষ জন্মে
ন্যায়বিচারী হতে হয়,
করলে খুন, খারাবী, রাহাজানি
ক'জন তারে মানুষ কয়?


মানুষের মাঝে ওলি-আউলিয়া
নবী-রাসুল পয়গম্বর,
স্বয়ং আল্লাহ নিজ কুদরতে
মানবেতে করে ভর।
মানুষ হলো জর্জ ব্যারিস্টার
মানুষ খুনি আসামি,
বিচার করে ফাঁসিতে মরে
মানুষ করে দেয় জামিন।


থাকলে মানবতা আর মনুষ্যত্ব
দেবাত্মায় হয় রূপান্তর,
মানবের মাঝে জ্ঞানের বিকাশ
মহাজাগতিকের অন্তর।
মানুষে মাওলা হাজির নাজির
অমানুষে শয়তানী রূপ,
মানুষ রূপে মহামানবের বাস
অমানুষের বদরূপ।


মানুষ অমানুষ এক সুরতেই
আচরন তাদের ভিন্ন,
অমানুষের আচার ব্যবহারে
হয় মানুষ মনঃক্ষুণ্ন।
আদর্শ বিহীন মানব জাতি
পশুর থেকে কম নয়,
মানুষ হতে মানবের মাঝে
পুনঃ জনম নিতে হয়।


#####################
আমতলী, বরগুনা।
৫/০৬/২০