****************


কোন দিন যে পায়নি ছুটি
দেয়নি কেহ ছাড়,
নিত্য তাহার একই রুটিনে
করেছেন কর্ম তার।
এটাই তাহার কর্তব্যকর্ম
নয়তো তাহার চাকুরী,
তবুও মা তো খেয়ে থাকেন
মাঝে মধ্যে ঝাড়ি।


ত্রিশ বছর করেছেন কর্ম
বাঁচবেন যত সামনে,
একদিনের জন্য পায়নি ছুটি
রান্নায় ফাঁকি কেমন?
শুধু রান্নাই নয়তো মায়ের কর্ম
সাথে আছে তার ধর্ম,
বাচ্চা কাচ্চা সংসার সামলানো
কে বুঝবে তার মর্ম।


স্বামীর কর্মের সহোযোগিতায়
বাচ্চাদের পড়াশোনায়,
শশুর শাশুড়ী থাকলে আরো
কর্ম বেড়ে যায়।
ধৈর্য্য তাহার এমন নিপুণ
সহনশীলতা কম নয়,
রান্না করতেও স্বাদ বৃদ্ধিতে
অনেক বেশি যত্ন নেয়।


শ্রান্তি-বিনোদন কর্মের মাঝে
বেড়ানো সে বিষাদময়,
গেলেও কোথাও খুব জরুরি
মাথায় যেন চিন্তা রয়।
সেক্রিফাইজে তার গড়া দেহ
অসুস্থ হলে সেবা দেয়,
মায়ের কর্মকে সম্মান জানাই
সালাম তাহার পায়ে।


********************
৪/০৮/২০
আমতলী, বরগুনা।