**************************
আমি দেখেছি ভেবে, বৃষ্টি ঝরে কবে কবে!
কতদিন প্রকৃতি কাঁদে, কতোটা সময়!!
বসন্তের শেষে গ্রীষ্মের শুরুতে কিছু কিছু সময়, আর
বর্ষায় শ্রাবণ ঝরা ঝরে অল্প সময়কালে।
গগনে জমে মেঘ, ভারাক্রান্ত মনে বেদনার শেষ প্রান্তে ঝরে শুধু ঝরে, মেঘের অশ্রু জলে।
সারা বছরই তো হাসি খুশি ভাবে, প্রকৃতি সূর্যের কিরণে ঝলমলিয়ে থাকে।
কিন্তু মেঘ যেন আমার সাথে হার মেনে গেছে,
যখন তখন তার হৃদয়ে ব্যাথিত হয় না আর
বৃষ্টি ঝরাতে গিয়েও থেমে যায় বারেবার ;
কিন্তু আমার! সারা বছরই মেঘ জমে হৃদাকাশে ,
কালো মেঘে ছেয়ে ছেয়ে নীল রঙ ঢেকে রাখে;
চাইলেই বৃষ্টি ঝরাতে পারে, চোখ দুটো থাকে সদা বৃষ্টির চেতনায়,
কখন নির্দেশ আসে অশ্রু ঝরাতে হবে, পবন তো বহে সর্বদায়।


মেঘের জলের কোপে ভূবনের বুক ক্ষতবিক্ষত হয়, ধুয়েমুছে একাকার হয়ে যায়, ভূতল কর্দমাক্ত হয়ে কিংবা ক্ষয়ে যায় মাটির সার,
কই না তো আমার এ রকম হয় না! হৃদয় আকাশে মেঘ জমে ঠিকই, চক্ষু জলের বৃষ্টি হয় তাও ঠিকই কিন্তু নহর হয়েছে দেখেছি তব ক্ষতবিক্ষত হয়েছে এমন তো হতে দেখিনি; তবে দেখেছি মাঝে মাঝে তুমুল ঝড় হতে দেখেছি হৃদয়টা ভেঙেচুরে চুরমার হতে দেখেছি।
আরও দেখেছি অঝর ধারায় ঝরতে দেখেছি, যা ঝরে আর ঝরে, ঝরে বারংবার।


বৃষ্টির পরে একটাই লক্ষ্য করেছি, সবুজে শ্যামলে নবযৌবনে বসুধা সাজে যুবতীর বেশে।
ফুলে ফলে ভরে যায় চারিদিকে, মনে হয় দুঃখগুলো বৃষ্টির সাথে ঝরিয়ে দিয়ে হাসি মাখা মুখে জেগে উঠে নবদিগন্তে যে সৌন্দর্য মুগ্ধ করে কতো না যুবকের মন;
সব ব্যাথা ঝেরে দিয়ে যেন ব্যাথামুক্ত হয়, সব ভুলে যায়,  নতুন রূপের ছোঁয়া লাগে গাঁয়ে।
কিন্তু আমার সেরকম হয় না, কালো মেঘে হৃদয় আকাশ ছেয়েই থাকে সারাবছর, অঝর ধারায় বৃষ্টি ঝরেও যেন ভারাক্রান্ত কমাতে পারে না, সারাবছর মেঘাচ্ছন্নই থাকে, আমি একটু মেঘমুক্ত নীল আকাশের খোঁজ করি, কতকাল ঝরবে এভাবে, কখনই বা মেঘমুক্ত হবে তার অপেক্ষায় থাকি শুধু চেয়ে।


০৩/০৬/২০