ভুলকে তুচ্ছ করা ঠিক না
ভুল তো খারাপ নয়,
ভুল থেকেই অনেক কিছু
নতুন শেখা যায়।
ভুল না করলে ভুলের জায়গা
খুঁজে পাওয়া ভার,
ভুলের মাধ্যমে অভিজ্ঞ ব্যক্তি
হয়েছে যে সার।


ভুলের মধ্যে জ্ঞান বিজ্ঞান
ভুলে আবিষ্কার,
ভুল করলে হবে তবে
অধিক পরিস্কার।
ভুল না করলে শিখলো না সে
ভুল কোথায় হয়,
শুদ্ধ করার আগে সবার
ভুল করতে হয়।


অভিজ্ঞ লোক ঐ সকলে
যারা ভুলে ভরা,
শুদ্ধ যারা অসার থাকে
অল্পতেই হয় হারা।
অংক কষতে ভুল না থাকলে
শেখা শুদ্ধ নয়,
ভুলের মধ্য জীবন যাহার
সেই তো টিকে রয়।


ব্যার্থতা নয় সফলহারা
মন করোনা ভার,
ব্যার্থ ব্যক্তি সফল হলে
সেটা হবে সার।
ভুলের পরে ভুল করলে
সেটা তো ভুল নয়,
ভুল মানুষের জীবনে হলে
একবার হতে হয়।


৩০/০৩/২০
আমতলী, বরগুনা