=======================


অনেক দিন অফিস বন্ধ
খোলার তারিখ অজানা,
বেতনের টাকা শেষ করার পরও
হয়ে গেছে ধার-দেনা।
ঘরে কোন বাজার নাই
ড্রামে নাই চাল,
তেলের বোতল খালি হয়েছে
একমুঠোও নাই ডাল।


জমানো যত টাকা ছিলো
খরচ করা শেষ,
ভাবছিলাম হয়তো কাটবে শীঘ্রই
মহামারির রেষ।
অফিস খুললে বেতন পাবো
বিলও আছে জমা,
তাই দিয়ে সব বাজার করেও
পরিশোধ করবো দেনা।


আস্তে আস্তে বাড়ছে আরও
মহামারীর বিস্তার,
এবার হয়তো না খেয়ে থাকবো
নাই বুঝি নিস্তার।
বলবো কেমনে হাতে নাই মোর
একটাও টাকা কড়ি,
সবাই তো জানে চাকরি করি
থাকি পাকা বাড়ি।


কারো কাছে ছোট হবো না
চাইবো না যে দান,
তাহলে আর থাকবে না মোর
যা আছে সম্মান।
ত্রান নেওয়া তো শোভা পায়না
তাও লাইনে দাঁড়িয়ে,
মান সম্মান কিছুই থাকবে না
সবই যাবে হারিয়ে।


রিজিকের মালিক তুমি খোদা
তোমার কাছেই চাই,
হে আল্লাহ! তুমি সহায় মোদের
তুমি ছাড়া উপায় নাই।
দাও হে প্রভু! ক্ষমা করে দাও,
তুমিই গাফুরুন,
রিজিকের ব্যবস্থা করে দাও প্রভু
তুমিই রাজ্জাকুন।
=======================
১৮/০৪/২০
আমতলী, বরগুনা।