°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°


বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে
খুঁজতে ছিলাম মন,
মন পাই তবে মনের মতোন
পেলাম না একজন।
যেখানে পেয়েছিলাম যত জন
করেছিলাম আপন,
স্বার্থান্বেষী সবার চিন্তা ভাবনা
নয় মনের মতোন।


সম্পদের লোভে এগিয়ে আসে
গড়ে আত্মীয়র বন্ধন,
ফুরায়ে গেলে ছেড়ে চলে যায়
ভালোলাগা হয় মন্দন।
আত্মীয় হবে আত্মায় আত্মায়
মনের সাথে মনের মিল,
যখন মিল হবেনা মনের মাঝে
হয়ে যাবে গরমিল।


যখন মনের মত মন হয় না
মনের কথা সব কয় না,
কিছু কথা সে গোপন রাখে
আসে সন্দেহের আয়না।
আবার মনের মত মন না হলে
সব শুনতে নাহি চায়,
কিছু কথা কখনো বলা হয় না
অপ্রকাশিত রয়ে যায়।


কেউ মনের মত মন পেয়েছে
খুঁজে পাওয়া ভার,
মন দিয়ে মন খোঁজতে গিয়ে
ক'দিন গেছে তার।
সময় গেলো সাধন গেলো
হয়নি পাওয়া আর,
অ-মন নিয়েই চলতে হবে
সারাজীবন ভর।


মনের মত মন হলে কারো
বলতে হয় না মুখে,
মুখ দেখেই সে বুঝে নিতো
আছে কত দুঃখে।
মনের সাথে মনের আবেশ
চৌম্বকীয় গুনাগুন,
এক মনের দুঃখে অন্য মনে
লেগে যাবে আগুন।


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আমতলী, বরগুনা।
১২/০৬/২০