*****************


পঞ্চ ইন্দ্রিয় বন্ধ করে দিয়ে
ছয় রিপু করিলে নাশ,
ধৈর্যকে মনে লালন-পালন
নিয়ন্ত্রণ হবে শ্বাস।
ঘ্রানের চেতনা মনের কামনা
সবি হবে বিস্বাদ,
জীবিত দেহে আত্মার মরন
নাহি কোন বিবাদ।


ইন্দ্রিয় বন্ধ আর রিপুর মরণ
চেতনার হলে শেষ,
আত্মার তেজ তব জাগ্রত হবে
দেখবে অচিন দেশ।
চেতনা চৈতন্য কিছু নাহি যার
জীবিত কেবা বলে,
সামনে থেকেও মাতে না তব
ভাসালে নদীর জলে।


ক্ষনিকের দুনিয়ায় যাহাই আছে
মায়ায় থাকিয়া বিভোর,
কয়দিন পরে হয় দেহের মরন
আত্মার থাকেনা খবর।
লোভ আর মোহে জড়ায়ে কেহ
পাপ-পূর্ণের বেখবর,
চলে যাবে সবে মরকের বেশে
দিয়ে দেবে কবর।


মরার আগে মরিতে পারিলে
হওয়া যায় অমর,
সব খবর থাকে স্বীয় ঘরেতে
বাঁচা মরার গোমর।
যাবো কোথায় কখন যাবো
কখন যাবে শ্বাস,
আগেই মরেছি এখন কি আর
আছে মরার আশ'।


******************
আমতলী, বরগুনা।
০৯/০৬/২০