*******************
আমি চন্দ্রালোকে বসিনি কখনো
জোছনা স্নান পেতে,
আমি সূর্যের কিরনে যাইনি কারন
তোমার আলোয় যেতে।
তোমার জোছনায় জড়াতে চেয়ে
হারিয়েছি সব আলো,
তুমিও দেখেছি অন্ধকার দিয়ে
কালোয় জড়াতে বলো।


তোমার হাসির ঝিলিক চেয়েছি তাই
জোনাকির আলো চাইনি,
হয়তো ছিলো না হাসি আমার জন্য
তাই তো আমি পাইনি।
তোমার ছোঁয়ার অনুভূতি চেয়ে
অন্য ছোঁয়া লাগাইনি,
ছুঁয়ে দিলে তুমি অন্য কাউকে
তবুও হতাশ হইনি।


তোমার দেহের ঘ্রান নিবো তাই
সকল সুবাস এড়িয়েছি,
হাসনাহেনা ডেকেছিলো কতবার
তবুও না সেথায় গিয়েছি।
চেয়েছিলাম তোমার আঁচলের ছায়া
হলো না আমার পাওয়া,
আমি গাছের ছায়ায় যাইনি কখনো
ছিলো না আমার চাওয়া।


নদীর গতিতে তোমার স্মৃতিতে
তোমার দিকেই চলেছি,
চলেছিলে তুমি সাগরের গতিতে
তাই তোমাকে হারিয়েছি।
আমি চাইনি কিছু তোমার থেকে
তবুও তোমায় দিতে চাই,
ভালোবাসা নিয়ো যা আছে আমার
তোমার ভালোবাসা নাহি চাই।


*********************
১৬/০৯/২০