****************


নারী! আমি তোমাকেই বলছি
তুমি হলে কারো বোন,
বেপরোয়া চলে পুরুষের কেন
উত্তেজিত করছো মন?
এঁটোসেঁটো পোষাক পরিধান করে
হাঁটছো কেন পথে পথে,
তুমি সৃষ্টি কূলের মায়ের জাত
সম্মান তো নিজের হাতে।


তোমার সম্মানে নিবন্ধিত আছে
সংরক্ষিত রয়েছে আসন,
দাঁড়াতে দেয় না তোমায় কখনো
আসন ছেড়ে দেয় সর্বজন।
সৌখিন তুমি জানে সকলে সদা
তোমার আছে অনেক ছাড়,
তোমার জন্য সবাই এগিয়ে আসে
করিয়ে রাখে না কভু দাঁড়।


তোমার শালীনতা তুমি ছুঁড়ে দিয়ে
চাইছো তুমি পুরুষের মন,
সুপুরুষ পেতে হলে শালীনতা চাই
নয় পাবে কাপুরুষ যেজন।
তোমার হাতে আছে তোমার সম্মান
বিচক্ষণতা তোমার সুখ,
হতাশ হয়ো না তুমি ভয় পেয়ো না
সাহস রাখো ভরা বুক।


চলতে শেখো তুমি পর্দার সাথে
বলতে শেখো তুমি কথা,
সব জায়গায় তোমার থাক বিচরণ
তবে হয় না যেনই অযথা।
এমন ভাবে তুমি যেন চলো না পথে
হয়োনা কখনো  বিপদগামী,
বুঝতে শেখো তুমি চলতে শেখো
পিতামাতার কাছে তুমি দামী।
*********************
০৭/১০/২০
আমত,  বরগুনা