*********************


নিরাকারের মাঝে খুঁজে বেড়াই আমি
নিরাকারে তাকে পূঁজি,
আমার খোদা আছে নিরাকারের মাঝে
তাহার কাছে মোর রুজি।
তারে স্মরি সদা যিনি মোর স্রষ্টা
দেখিতে চাইনি কবু,
নিজে থেকে শাঁই যদি ধরা দেয়
দেখবো আমি তবু।


তাকে অনুভব করি বিপদে আপদে
তার কাছে সহায় চাই,
আর কোন মাবুদ নেই আমার বুঝি
কেউ দিবে না মোরে ঠাঁই।
নিরাকারের মাঝে আকার নিয়ে আছে
খুঁজলে দেখা যায়,
সৃষ্টির মাঝে সে আছে আকার বেশে
মাখলুকেই মিশে রয়।


যেজন চিনেছে সেজন দেখেছে তব
তার সাথে আনাগোনা,
তার সাথে আছে এমন ভাবে মিশে
করে থাকে লেনাদেনা।
আপন দিলে খুঁজে তাকে নিবে বুঝে
ধ্যান দুনিয়ায় আসে,
হৃদয় মাঝে এসে বসত গড়ে বসে
হৃদয়ে থাকে যে মিশে।


খুঁজো না মন তারে হৃদয়ের বাহিরে
হৃদয় মাঝে তার ঘর,
ধ্যান দুনিয়ার মাঝে পাওয়া যাবে তারে
করতে হবেনা তারে জোর।
সাধনা করিলে নিরাকারের মাঝে
আকার হয়ে সে জাগে,
নিরাকারে আছে আকারেও থাকে
সৃষ্টি হয়েছে সবার আগে।


************************
০৫/০৫/২০
আমতলী,  বরগুনা।