===================


আমাকে দুঃখ দেয়ার দিন শেষ,
আমার দুঃখ নাই,
আমাকে কষ্ট দেয়ার দিনও শেষ
আমি কষ্ট নাহি পাই।
ভাবতে পারো আমি একা বসে থাকি
আমি একা নই;
আমার মনের আকাশে উড়ছে ঘুড়ি
সদা উড়িয়ে যাই।


আমাকে কষ্ট দিয়ে কোন লাভ নাই
আমি কষ্টে ভেসে বেড়াই,
আমাকে দুঃখ দেবে আর কতো বলো
দুঃখেতে নিয়েছি ঠাঁই।
আমি কবিতার প্রেমে হাবুডুবু খাই আর
ভাব খুঁজে বেড়াই,
আমি কখনোই তো একা থাকছি না
শুধু ছন্দ নিয়ে রই।


নিঃসঙ্গতা আমার ভালো লাগে তাই
নিরিবিলি হতে চাই,
আমাকে তোমরা নিঃসঙ্গ করে দাও
আমি খুশি মনেই চাই।
আমাকে একটা ডায়েরি দিও ভাই
লিখবো মুক্তমনে।
সাথে কয়েকটি কলম দিও না হয়
কথা বলার সনে।


আমি তো ভাবনার মাঝে হারিয়ে যাই
যার কুল কিনারা নাই,
আমি ভাবনার তরী বেয়ে বেয়ে
কুল খুঁজতে বেড়াই।
আমি তো দুঃখ কষ্ট কিছুই বুঝিনা
আমার নাই কোন স্বাদ,
শুধু শুধু কষ্ট পেওনা তোমরা বলছি
আমি ঝর্ণার জলপ্রপাত।


০৯/০৮/২০