আর যাবো না কারো ডাকে
করবো না কারো উপকার,
আমার বিপদে তারাই দেখি
করে থাকে ধিক্কার।
আমিও একটা মানুষ বটে
ভুল তো অনেক আছে,
এমন কিছু করিনি কখনও
ওই লোকগুলোর সাথে।


বিপদে পরে আসলে কাছে
হৃদয় আমার কাঁদে,
কেমন করে উপকার করবো
রাত কাটাবো সাথে।
খাবার দিলাম, শ্রম দিলাম
সময় দিলাম সাথে,
প্রয়োজনে রক্তও দিলাম
নিজের শরীর থেকে।


তারাই কেবল দোষ খোঁজে
উপকারের ভাঁজে ভাঁজে,
সামান্য কিছু ব্যার্থ হলে
সেটাই মনে রাখে।
আমার ভালো দেখতে নারাজ
চক্ষু জ্বলে যায়,
আমার দুঃখে তারাই আবার
আনন্দ যেন পায়।
এরা কেউ মোর দূরের না
সবাই আপনজন,
বেগানা লোককে উপকার বিহীন
কাঁদে তাদের মন।


যখন তারা বিপদে পরে
থাকে তারা নতশিরে,
বিপদ কেটে গেলে পরে
লম্ফ দিয়ে যায়।
পারিনা তবুও থাকতে আমি
দূঃখ কারো দেখে,
বিপদ হলে ঝাঁপিয়ে পড়ি
নিজের বিপদ রেখে।
থাকি সদা তাদের সাথে
না হোক আপনজন,
উপকার করি সেবা করি
নিঃস্বার্থ এই মন।


২৩/০৩/২০
আমতলী, বরগুনা