লোকে বলে নষ্ট ছেলে
খানিকটা কষ্ট পেলে,
দোষ তার চায় অধিকার
যখন সব খাচ্ছে গিলে।
খারাপের ধার ধারে না
দুর্নীতিকে করে মানা,
সমাজকে ধরে রাখতেই
চলে তার যত হানা।
ছেলেটি বেজায় খারাপ
যদিও করে না পাপ,
ছাপ ছাপ বলে দেয় সে
চোর চোটটা করে না মাপ।
জালেমের বিরুদ্ধে সে
গরীবের বন্ধু সেজে,
প্রতিরোধ করতে গিয়েই
যতটা খারাপ হয় সে।


লোকে বলে নষ্ট ছেলে
হাঁটে না সে হেলে দুলে,
রাগী আর বদমেজাজি
প্রতিরোধ ভুল পেলে।
তবুও তার গর্ব অনেক
ঝিমুইনা একটুখানেক,
দৌড়ে যায় দেখলে তারে
যত বড় লায়েক যুবক।
ভালোবাসা চায় না কারো
নবীন রবিন হোক না বুড়ো,
তবুও ভালোবাসে সবাই মনে
ছোট বড়-র হৃদয় পুরো।
৫/৮/২৩