সবার মুখে নেই নেই ধ্বনি
আছে এমন নাহি শুনি,
গরীর, দুঃখী এমনকি ধনী
সবার মুখে অভাবের বাণী।
দূঃখীর কাছে সুখের অভাব
ক্ষুধার্তের অভাব ভাতের,
ধণী ব্যক্তির টাকার অভাব
দিনের অভাব রাতের।


সূর্যের অভাব গভীর রাতের
বোবার অভাব ভাষা,
গরীব লোকের সম্পদের অভাব
মনে তার শত আশা।
মূর্খ ব্যক্তির জ্ঞানের অভাব
জ্ঞানীর অভাব বাণীর,
বিবাহিতার সন্তানের অভাব
অবিবাহিত'র রানীর।


হিংস্র জনের মনুষ্যত্বের অভাব
হিংসুকের অভাব মনের,
মাঝি-মাল্লার জোয়ারের অভাব
বে-দিনের অভাব দীনের।
চোখে অভাব মুখে অভাব
কারো অভাব মনে,
অনেক লোকের জ্ঞানের অভাব
নিজে নাহি তা মানে।
২৫/০৩/২০