ওরাই মুলত সমাজটাকে
করে দিয়েছে নষ্ট,
আমি বলতে পারি স্পষ্ট;
ওদের অপসংস্কৃতি-
সমজটাকে করে দিয়েছে পিষ্ট।


ওরা পরিশ্রমকে পিছে ফেলে
করে যায় ভিক্ষাবৃত্তি,
ক্ষুধা যার পেটে পায় না খেতে
অল্পতেই যার তৃপ্তি।
ওরা ধোঁকা দেয় বোঁকা বানায়
দেখায় কৃত্রিম ভান,
প্রকৃত অসহায় কে তাই
করা হয় না দান।


ওরাই মুলত সমাজটাকে
করে দিয়েছে নষ্ট,
আমি বলে যাই স্পষ্ট;
ওরা ঘুষ ছাড়া ফাইল ছাড়ে না
দেখায় কাজের ব্যস্ত,
আসলে ওরা বিনা কাজেই
গল্পে থাকে ন্যস্ত।
ওদের টেবিলের তলে হাতে বলে
দেন কতটা দিবেন,
না না এতে পোষায় না ভাই
কি যে এটা বলেন।


ওরাই মুলত সমাজটাকে
করে দিয়েছে নষ্ট,
আমি বলে যাই স্পষ্ট;
ওদের ভুঁড়ি ভুঁড়ি অর্থ কড়ি
তবুও কাটে না লোভ,
চোরের দালালি করছে নিত্য
তবু্ও তাদের ক্ষোভ।
মাদক ব্যবসা, জুয়ার ব্যবসা
আছে যৌনপল্লীর ভাগ,
ওরা আয় করে যায় রাতে দিনে
খোঁজে না পৌষ মাঘ।


ওরা বিনা পরিশ্রমে আয় করে
না ঝরায়ে গায়ের ঘাম,
বিনা পরিশ্রমে ঘরে বসেই
দিন শেষে পায় খাম।
ভিক্ষুক পথে হাত পাতে
আর ওরা পাতে নিরালায়,
তবুও ওরা বিশিষ্ট সেবক
বিলবোর্ডে কথা কয়।


সুদ, ঘুষ, দান যা-ই যেই খান
সবাই নেয় হাত করে টান,
পরিশ্রমহীন সব পার্থক্য নাই
ভিন্নতা দেখি যার যত ভান।