===============


সকল কাজের মূল্য আছে
সকল পেশার লোক,
কেউ তো মোরা ছোট নয়
যে পেশারই হোক।
কেউ বানায় ঘর দরজা
কেউবা বেঁচে মাছ,
আবার কারো সহযোগিতায়
আমরা করি সাজ।


যত টাকা হোক না কারো
মূল্যহীন তো শেষে,
দর্জি যদি নাহি বানাতো
পোষাক আপন বেশে।
মুচি যদি নাই বানালো
জুতা আপনার,
কর্মকর্তা হলেও আপনি
গুরুত্ব নাই যে তার।


কর্মকর্তার কর্মের সাজ
থাকে পরের হাতে,
নিজে নিজে ভাব দেখালে
শূন্য অবশেষে।
একা সব কাজ পারবে করতে?
এমন কেহ নাই,
খুলবে মোদের উন্নতির দাঁড়
সকলকে ভাবলে  ভাই।


গুরুত্ব দিলে সব পেশাকে
ছোট হয় না তাতে।
কাজ ছোট করলে তবুও
মানুষ তো সে বটে ।
ছোট কাজটা না করিলে
অপূর্ণ রয়ে যায়,
বাড়ি করিলে দরজা ছাড়া
কি লাভ তাতে হয়?


ছোট পেশার লোকগুলোই তো
করে বড় কাজ,
পেশার গুরুত্ব দিলে পাবে
সকল কাজের সাজ।
শ্রমজীবী মানুষগুলো সব
বেশি শ্রম দেয়,
তাদের সাথে ব্যবহার মোদের
ভালো হওয়া চাই।


=================  
১৫/১১/১৯