ভূবনে আমার সব থাকিবে
অন্যরা হবে শূন্য,
নত সবাই আমার কাছে
তবেই আমি ধন্য।
আমি দেবো, আমি নিবো
সবাই থাকবে ঋনী,
ধরনীর বুকে আমিই হবো
সবার চেয়ে ধনী।


অন্যের থাকলে শস্য শ্যামল
গোলা ভরা ধান,
তখন আমার হতাশ লাগে
কষ্টে থাকে মন।
হিংসা লাগে সবার সুখে
কষ্টের সময় হাসি,
দিবানিশি চিন্তায় থাকি
হইলাম নাতো দোষী।


নিজের দোষ উঠিয়ে দেবো
অন্য লোকের ঘাড়ে,
বেশি বললে পারবে না তারা
গুড়িয়ে দিবো হাড়ে।
অন্যের ভালো দেখলে আমার
বাড়ে শুধু হিংসা,
হৃদয়ে আমার ভরে আছে
শুধুই প্রতিহিংসা।
২১/০৩/২০