==================


অযথা তর্ক করার মাঝে কোন
মূল্য নাহি রয়,
একপশলা ঝগড়ার পরে আবার
মারামারি হয়ে যায়।
ঝগড়া করে জিততে চায় সবে
জিতেছে এমন নাই,
ক্ষতি হয়েছে বিবাদ বেড়েছে
এরকম নজির পাই।


খুনাখুনি আর হতাহতের খবর
শুরুটা তর্ক থেকে,
উভয়পক্ষ যদি বেঁকে থাকে আর
অশ্লীলতা থাকে মুখে।
ঝগড়ার পরিনাম থাকেনা কারো দাম
বদনাম ছড়ায় লোকে,
অর্থ নষ্ট হয় আর কষ্ট বেড়ে যায় তাদের
অশ্রু ঝরে দুই চোখে।


দাম্ভিকতা কারণে ঝগড়াঝাঁটি হয়ে থাকে
দমন করার ইচ্ছা জাগে মনে,
সুসম্পর্ক আর হয় না কারো সাথে তবে
ঘৃনা জাগে তাদের সনে।
ঝগড়া করা ভালো না বলে সব লোকে
ঝগড়ায় ক্ষতি নিশ্চিত,
তর্কতে ঝড়ানোর আগেই ফিরে আসা
আমাদের সবার উচিত।


বলেছে কটু কথা আচ্ছা বলে বলুক
মন তো বাঁধা মানে না,
মাথা ঠান্ডা হলে আবার বলি তারে
দেখি ফিরে কিনা।
তারপরেও যদি নাহি বুঝতে চায় তবু
আইনের কাছে চলো যাই,
ঝগড়ার পরে আইনের কাছে গেলে
হৃদ্যতা থাকেনা ভাই ভাই।
===≠============≠====
০৬/০৫/২০
আমতলী, বরগুনা।