আমার রাজ্যে আমি স্বাধীন
স্বাধীন সারা বেলা,
আমার কর্মে আমিই কর্মী
করি না-কো হেলা।
ভালোবাসি নিজ কর্মমেলা
ভালোবাসি কাজ,
দায়িত্বেও করি না হেলা
করি না-কো লাজ।


স্বাধীন আমি নয় পরাধীন
স্বাধীন আমার মেধা,
মুখটা যেমন হৃদয় তেমন
মনটা রাখি সাদা।
দোষ খুঁজি না করো কোন
বদ রাখি না মনে,
আপন মনে চলতে থাকি
চলি আপন গুণে।


ভাবনা আমার উম্মুক্ত দ্বার
মুক্ত মনে ভাবি,
আটকাই না কারো কথায়
পূরন করতে দাবি।
ত্যাগী আমি নয়তো ভোগী
লোভ করি না কারো,
জয় নিয়ে নয় পরাজয় মানি
পরাজয় লাগে বড়।


সুখ মেলে সব মনের কোনে
অর্থ স্বার্থে খুঁজি নাই,
চাহিদাগুলো সুখ কেড়ে নেয়
তাই এড়িয়ে যাই।
স্বাধীন আমি আমার রাজ্যে
তাতেই আমার সুখ,
স্বস্তি মেলে সকল কাজে
পাই না কোন দুখ।


২১/১১/২১
আমতলী, বরগুনা।