------------+++
শরতের আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলা,
খানিক রোদ খানিক বৃষ্টি
করে যেন খেলা।
একটু কাদা একটু ভেজা
শুকনো মাঝে মাঝে,
সবুজ পাতা রৌদের আলোয়
রঙিন হয়ে সাজে।


নদীর ধারের কাশবনে
সাদা সাদা ফুল,
হেলে দুলে খেলছে যেন
শক্ত রেখে মূল।
কুমার-কুমারী লুকায় গিয়ে
কাশবনের মাঝে,
কেউ বা আবার ফুল দিয়ে
মাথায় বেনী সাজে।


মাঠে মাঠে ধানের ক্ষেতে
ঢেউ খেলে বাতাসে,
শিশির ভেজা ধানের শীষ
সকাল রৌদে হাসে।
বিলের ধারে শাপলা শালুক
খিলখিলিয়ে হাসে,
মনের সুখে ফিঙ্গে পাখি
নাচে গাছে গাছে।


কর্ম শেষে কৃষাণ তোলে
মুক্ত গলায় সুর,
নৌকা নিয়ে উজান মাঝি
যাচ্ছে অনেক দূর।
ঘরে ঘরে তালের পিঠা
কারো ভাপা-চিতই,
দাওয়াত করে আসতে বলে
ছোটবেলার সই।


শিউলি, জবা, কাশ, কামিনী
ফোটে নানান ফুল,
রাখাল বধূ যায় বাপের বাড়ি
দিয়ে কানে দুল।
আতা, কৎবেল, বাতাবিলেবু
নানান ফলের সমাহার,
শরৎঋতু হলো ঋতুর রানী
ষড়ঋতুর উপহার।
+++----------------------
১৮/০৯/২০