১০০১০০১০০১০০১০০১০০১০০১০০


হাঁটি হাঁটি পা পা নয়তো ছুটে চলা,
আমাকে করেনি কেউ কোন অবহেলা,
সালাম জানাই সব কবিদের শ্রদ্ধায়,
ভালোবেসেছে তাই শততমের জয়।
আজ শততম কবিতা কবিতার আসরে,
হলো একশত একদিনে নয়তো বছরে।
আমি অনুপ্রেরণা পেয়ে লিখছি কবিতা,
আমার আছে কবিতায় কত ব্যর্থতা।


কবি সঞ্জয় কর্মকারের মন্তব্য দিয়ে শুরু ,
তার জন্য বিশেষ শ্রদ্ধা তাকে বুঝি গুরু,
কবি তাওহীদ তালুকদার প্রবাদের নর
হাসিমাখা মুখে মন্তব্যের তোলে ঝর।
কবি মার্শাল ইফতেখার শব্দের ভান্ডার
বড় বড় কবিতা তিনি লিখছেন বরাবর।
ইতি হালদারের তুলনা যেন হয় না ,
প্রেমাবেগের কবিতায় মিশায়ে রাখে গয়না।


কবি শ্রদ্ধেয় শিকদার ওয়াহিদুজজামান
কবিতায় ছড়িয়ে রাখে হাসি খুশির বান।
শামীনুল হক হীরা ছড়া কবিতায় ভরা
সুন্দরলালের লেখায় আছে হাসির ঝরা।
এম নাজমুল হোসেনও ছড়া লিখে যান
দুটি করে কবিতা পোষ্ট করে স্বপন গায়েন।
প্রনব লাল মজুমদারের প্রিয়তমার সিরিজ
কবি কালের মুয়াজ্জিন ছাড়তে হবে ক্রিজ।


কবি পারমিতা অনুরাধার উপমার ছড়াছড়ি
নরেশ বৈদ্য অনুভূতির কবিতায় গড়াগড়ি।
সুমিত্র রায় দত্ত মুক্তির কবিতা আছে নিয়ে,
ঝর্না কবি বিরহের মধ্যে লেখে ছন্দ দিয়ে।
শাওন সানা (দিপু) ভালোবাসা করে খোঁজ,
আদিত্য কবি প্রবীন লিখে যায় রোজ রোজ।
আমির হোসেন,  এনামুল হক ছন্দে ছন্দে ভরা
ইব্রাহিম হোসেন, সুদীপ্তা চৌধুরী বাস্তবতায় ধরা।


বোরহান উদ্দিন লিটনের সুন্দর লেখার ছাউনি,
শ ম শহীদ ও শহীদ উদ্দিন এমন হয়নি পাইনি।
এম এ সালাম হলো বরগুনার সুর ও ছন্দের কবি,
শাহিনুর মোস্তাফিজ সুদীপ্ত রায় দীপ্তিমান রবি।
রোকন আহমেদ, পিক্লু চন্দ্র, মাহমুদ সুমন আহত,
মিহির চৌধুরী ইমনের কবিতাও মনের মত।
কবি গোপাল চন্দ্র সরকার ও অচিন্ত্য সরকার
তাদের কবিতাগুলো আসরে খুব দরকার।


কবি জাহাঙ্গীর আলম আর মাহবুব মুকুল
আছে মুকুল সরকার এবং কবি কফিল।
সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা নিবেদন,
কবিতার আসরে আমায় করবেন গ্রহন।
তত্ত্বাবধানে আছেন যারা সালাম তাদের প্রতি,
কবিতার আসর না থাকলে কবিদের দূর্গতি।
ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা,
মিলেমিশে থাকবো মোরা করছি ভাবনা।


১০০১০০১০০১০০১০০১০০১০০১০০১০০১০০


আমতলী, বরগুনা
১৩/০৬/২০