==========================
সবটুকু সময় তোমাকেই দিয়েছিলাম
ফেরত চাইনি কখনো,
ভালোবাসা কোন হিসাবের খাতা নয়
তাই হয়নি হিসাব মেলানো।
সময় ফিরিয়ে দেয়ায় আজি ধন্য হলাম
তবু স্মৃতিগুলো আছে এখনো,
ভুবে যাবে একদিন সময়ের ব্যবধানে
স্মৃতিগুলো থাকবে তখনো।


তুমি অধিকার চেয়েছো দিয়েছিলাম সব
একটুও হাতে রাখিনি,
তুমি আবেগ ছড়িয়েছিলে বুঝেছিলাম
তাই, একটুও হারাতে দেইনি।
তুমি ভালো থাকবে চেয়েছিলাম বলে
স্বার্থ ছিলো মূল্যহীন,
তোমার ভালো থাকা স্বার্থ ছিলো মোর
সময় দিয়েছি নিশিদিন।


তুমি স্বাধীনতা আমার জব্দ করেছো তবুও
আমি তো হতাশ হয়নি,
স্বপ্ন ছিলোনা কোন ভালোবাসাই ছিলো
তাই পাওয়ার আশা করিনি।
তুমি হারিয়ে যাবে তা ভাবিনি কখনো
এভাবে কষ্ট দিয়ে আমায়,
বুঝতে পারলে দিতাম না তো আমার
এতো মূল্যবান সময়।


সকাল থেকে সন্ধ্যা, রাতের যতক্ষণ
দিয়েছিলাম কত সময়;
ততই তোমার সাথে ছিলাম আমি
ভুলবো কেমনে তোমায়?
তোমার মনের ঘরে জায়গা করে নিতে
কত কবিতা লিখেছিলাম,
আজ আমি ছন্দ হারা কবিতা লিখে
ছন্দহীন কবি হলাম।


এমন হবে তা আগে বুঝিনি আমি
সরলতা ছিলো মোর মনে,
তোমায় হারানোর পরে কষ্ট হবে জানি
পুষে নিবো ক্ষনে ক্ষনে।
========================
১৫/০৪/২০
আমতলী, বরগুনা।