***************************


অসাধারণ তোমার আপ্যায়নে হলাম আমি মুগ্ধ,
বসায়ে দিলে ঘরের বারান্দায় গ্লাস ভর্তি দুগ্ধ,
মুড়ি চানাচুর সরিষার তেলে আরো কতো কি!
খেয়েছিলাম তো অনেক কিছু সব মনে রাখিনি।
তোমার বাবা ছিলো বারান্দাতে ভয় পেয়েছি মনে,
ভাবছিলাম রাগ করবে বেশি হয়তো তোমার সনে।
কি করবে! কি খাওয়াবে! আবেগী তোমার মন,
খাওয়ালে তো কম না তুমি! আর কত আপ্যায়ন!
তোমার বাবা হঠাৎ করে তোমায় আমায় রেখে,
বাহিরে গিয়ে বসে ছিলো হয়তো রেগে মেখে।
হঠাৎ আমায় জড়িয়ে ধরে বললে ভালোবাসি,
বুকটা আমার ভয়ের চোটে কাঁপছিলো যে বেশি।
অসাধারণ এক অনুভূতি ভুলতে নাহি পারি,
হঠাৎ করে কেমন করে গেলাম তোমার বাড়ি!
কেমন করে ঘুরতে ঘুরতে পেলাম তোমার দেখা,
ভাবতেও পারিনি ওখানে তোমার পদচিহ্ন আঁকা।
অজানা পথে যাওয়ার পথে তোমার দেখা পাই,
কিভাবে আমি গেলাম সেথায় হয়তো পথ হারায়ে।
আবেগের সাথে মধুর স্বপ্ন কখন যে হলো শেষ,
ঘুম ভাংতে দেখি খাটেই আমি তবুও যায়নি রেষ।


******************************
আমতলী, বরগুনা।
৭/০৬/২০