=================


সুখ পাখিকে খুঁজে বেড়াই
ত্রিশ বছর ধরে,
দূঃখের পাখির সন্ধান পেলাম
সুখ পাখি নাই নীড়ে।
যার কাছে যাই তাকে জিগাই
সুখের পাখির খোঁজ,
সেই বলে ভাই আমিও তারে
খুঁজে বেড়াই রোজ।


সুখ পাখিরা কোথায় থাকে ?
কোথায় তাদের বাড়ি?
তারা সাবাই থাকে কর্মপুরে
বাসা সারি সারি।  
তাদের সবার জন্ম কর্মপুরে
কর্মের মাঝে বাস,
কর্ম নিয়ে তারা বাঁচে সবাই
থাকে না উপবাস।


খুঁজলে তাদের অলসপুরে
পাওয়ার উপায় নাই,
সেখানে থাকে দূঃখের পাখি
দুঃখের উপর ঠাঁই।
কর্ম করলে পাবে সুখের পাখি
খুঁজতে হবেনা কারো,
বসত গড়বে তারা আপন বেশে
হয়ে থাকবে জড়ো ।


সুখের পাখি আর দূঃখের পাখি
সদা থাকে পরিপূরক,
এক বাসাতে বসত উভয় পাখির
থাকে শুধুই বিরোধ।
কর্ম দিয়ে বাঁধে সুখের বাসা
কষ্টের থাকে মোড়ক।
চাকচিক্যে ভরা দুঃখের পাখির
দুঃখই তাদের হীরক।


এক বাসাতে থাকে উভয় পাখি
নাহি তাদের মিল,
একটার অনুপস্থিতিতে অন্যটা থাকে
হয়ে আছে গরমিল।
কেউ খুঁজতে চাইলে সুখের পাখি
দূঃখ নিয়ে সাথে,
অলসতার মাঝে থাকেনা সুখের পাখি
ধরে রাখলেও হাতে।


===≠================
০৫/০৫/২০
আমতলী, বরগুনা।