===============
দেশের জন্য দশের জন্য
জীবন বাজি রেখে,
করছে যারা দিনরাত সেবা
বিপদ গায়ে মেখে।
সেলুট জানাই হাজার হাজার
লক্ষ কোটি গুন,
পারবোনা মোরা পরিশোধ করতে
তাদের দেয়া ঋণ।


নিজের শরীরের খেয়াল না নিয়ে
ডিউটি করে পালন,
পুত-পরিজন ঝুঁকিতে রেখেও
মুখ করেনা মলিন।
অন্যের জীবন রক্ষা করতে
নিজের জীবনের নাশ,
পারবোনা জানি ফিরিয়ে দিতে
তবু রবে দোয়া অশেষ।


ত্যাগের মহিমায় দায়িত্ব পালনে
করছেনা কোন হেলা,
মহামারির ভয় অন্তরে রেখেও
সেবা করে সারাবেলা।
আত্মত্যাগের বিনিময়ে যে
করছে জীবন দান,
তারা নয় তো সাধারণ মানুষ
তারাই তো মহান।


সবাইকে ভালো ঘুম দিতে উপহার
নির্ঘুম সারারাত,
শৃঙ্খলা রক্ষায় পাহারায় কাটায়
রুখে দিতে বিপদ।
সবাই যখন পরিবারের সাথে
আনন্দ করে ভাগ,
শৃঙ্খলার কাজে ব্যস্ত তারা
সর্বদাই সজাগ।


জরুরী প্রয়োজনে সদা প্রস্তুত
সেবা দিতে নিশ্চিত,
সম্মান জানাই তাদের ভুবনে
ভালো রাখতে রীত,
ঝুঁকির মধ্যে যারা মৃত্যুকে বুকে
করছেন আলিঙ্গন,
ভুলবেনা কেউ তোমাদের ত্যাগ
অমর রবে আজীবন।
================
১৩/০৪/২০
আমতলী, বরগুনা।