==============
ত্রাণ দিচ্ছে না ক্রেডিট নিচ্ছে
বোঝা নাহি যায়,
দুই কেজি চাল ত্রাণ দিয়ে
দশটি সেলফি দেয়।
ত্রাণ নিতে যায় গরীব দুঃখি
সেলফিতে হয় মাখামাখি,
হাসি মুখে সেলফি তুলে
ফেজবুকেতে দেয়।


ভাবে না তার পুত-পরিজন
না ভাবে আত্মীয়-স্বজন,
দেখলে তারে ত্রাণ হাতে,
মানের হানি হয়।
দশজনের সেলফি তুলে
একজনকে দেয়,
কত লোক ত্রাণ না পেয়ে
খালি ফিরে আয়।


ঠেকছে বাপু মহাবিপদে
টাকা-কড়ি নেই হাতে,
কাজও নাই মহামারিতে
খালি হাতে রয়।
ঘরে নেই তার অন্ন জমা
বাচ্চারা করে কান্না,
লজ্জায় মুখ ঢাকলে কি আর,
রান্না ঘরে হয় ?


নাকে মুখে গামছা বাঁধে
মেয়ের শশুর বাড়ি কাছে,
গিয়ে দেখে ক্যামেরা হাতে
সেলফি তুলতে হয়।
লুকোচুরি করলে হবে না
সবার সামনে খোলামেলা,
দিচ্ছে ত্রাণ তুলছে ছবি
ক্রেডিট শুধু নেয়।
==============
১৬/০৪/২০
আমতলী, বরগুনা