===============


তিন পুত্র আর চার কন্যার
একটা ভাগের মা,
ঘুরে ফিরে সবার ঘরে খায়
যখন জোটে যা।
অসুখ হলেও ভাগের তরে
চিকিৎসা তার চলে,
একজনের ভাগ নাহি দিলে
ঔষধ না তার মিলে।


অর্থ-সম্পদ আর টাকা-পয়সা
যা ছিলো মায়ের জমা,
সবাইকে মা ভাগ করে দিয়ে
হাতে রাখছেন ক্ষমা।
ভুলত্রুটি হলে কোন সন্তানের
ক্ষমা করে দেয়,
দেহে শক্তি তার নাই বলে মা
সহ্য করে যায়।


ভাগের সময় অতিরিক্ত কিছু
অর্থ হাতে রয়,
রাখলো সেটা খরচ করবে
যখন লেগে যায়।
যখন যাহার প্রয়োজন হয়
তখন সে ধার চায়,
না দিলে সন্তান গোসসা করে
পাশে না সে রয়।


সব সময় চলে ঠেলাঠেলি
আমি দেবো ক্যা,
সবাই দিবে যখন যাহা লাগে
সে তো ভাগের মা।
মায়ের সামনে ঝগড়া লাগে
কেন সে দিবে না?
মা বলে বাবা সুস্থই তো আছি
ঔষধ লাগবে না।


অর্থ সম্পদ থেকেও মায়ের
চিকিৎসা চলে না,
রাগে গোসসায় মায়ের যত্ন
করতে কেউ চায় না।
সবার কাছে এখন অর্থ বড়
মায়ের মূল্য কম,
মা হারালে সবে বুঝবে তখন
মায়ের মূল্যায়ন।


================
২৭/০৪/২০
আমতলী, বরগুনা।