==========================
যদি কখনও কারো জন্য কেউ অপেক্ষা না করে
তাহলে সে বুঝবে কি করে ভালোবাসার জ্বালা,
কখনও কারো জন্য যদি হৃদয়টা কেঁদে না থাকে
বুঝবে কি করে হৃদয়ে কতোটা জ্বালা।
সেই কখন থেকে তার জন্য অপেক্ষায় বসে আছি
শুধু একটু কথা বলবো বলে, কিন্তু তার দেখা পাওয়াই যায় না।


সে জানে আমি সব সময় তার অপেক্ষায় থাকি,
আরও জানে তার সাথে কথা না বললে আমার ঘুম হয়না,
আমি ভালোভাবে খেতে পারি না,
মনটা কেমন যেন আনমোনা হয়ে থাকে,
কিছুই ভালো লাগে না।
তারপরও কেন যেন সে আমায় থেকে দূরে দূরে থাকে।
এরকম আগে কখনো হতো না, আমার প্রতি ছিলো তার একটা টান।


আমাকে না দেখলে, আমার সাথে কথা না বলতে পারলে, মুখ ভার করে থাকলে-
অনেক মন খারাপ করতো, মাঝে মাঝে তো কেঁদেই দিতো।
আমি অপলক দৃষ্টিতে চেয়ে থাকতাম, আর হতবাক হতাম।


এখন কেমন যেন সে বদলে গেলে! কেন এমন করে বুঝি না, কিছুই আমার মাথায় ধরতেছে না!


আমি ওকে সন্দেহ করতে পারিনা, কারন ও অনেক ভালো,
আমাকে অনেক ভালোবাসে।
তারপরও কেমন যেন মনে হয় কারো সাথে নতুন করে জড়িয়ে পড়লো নাকি?
ইদানীং প্রায়ই বলে থাকে ব্যস্ত, কাজ আছে,  বিভিন্ন অজুহাত দেখায়, আগে কখনো এরকম করতো না।
আমার সাথে কথা বলার জন্য একথায় পাগল ছিলো।
এতোটা পরিবর্তন হয়ে যাবে তা কখনো ভাবতেও পারিনি,
তুমি ফিরে এসো, আবার ফিরে এসো
আমি নির্বাক হয়ে পথের পানে চেয়ে আছি,
তোমার ভালোবাসার অপেক্ষায়।
==========================
২৩/০৪/২০
আমতলী, বরগুনা।