****************


ভুলের মাঝে ভুল নিহিত
ভূল বানানে ভুল,
ভুল সারতে ভুল থেকে যায়
পাইনা কোন কূল।
আয়রে আমার ভুলগুলো সব
চোখের কাছে আয়,
নিজ থেকে তোরা দিস সারা
পেওনা কোন ভয়।


এতো ভুল কেন? আমার হয়
নয় নয় নয় নয় নয়,
ভুলগুলো সব সেরে নিয়ে
ভুল করিবো ক্ষয়।
কাজে ভুল আর কর্মে ভুল
ভুল হয় ইবাদতে,
খাওয়ায় ভুল চাওয়ায় ভুল
ভুল হয় নেচেমেতে।


শেখায় ভুল ও লেখায় ভূল
দেখায়ও আছে ভুল,
কথায় ভুল আর চলায় ভুল
ভুলেই আমরা ফুল।
ভুলের জগতে দেখাও তুমি
ভুল নাই বলো কার?
আসায় ভুল আর বসায়ও ভুল
ভুল থেকেই হয় সার।


ভুল ধরতে গেলে কারো তাই
সেরে দিতে হবে,
ভুল থেকে বের হয়ে মোরা
সংশোধন হবো কবে?
যে ধরতে চায় ভুলের তথ্য
তাকে একটু ধরো,
ভুলের দেশে কোনটি সঠিক
নির্ধারণ একটু করো।


*****************
১০/০৮/২০
আমতলী,  বরগুনা।