================
ধরনীর বুকে সৃষ্টির সৌন্দর্য
প্রথম নারী কূল,
পরবর্তী সৌন্দর্য দিলেন প্রভু
সৃষ্টি করে ফুল।
ফুলের সুবাসে ধরনী উতলা
নারীর সুবাসে পুরুষ,
নারীর সৌন্দর্যে আলোকিত ভুবন
ব্যর্থ হলো সুরুজ।


ফুলের গন্ধে মনের আনন্দে
ভ্রমর করে খেলা,
ফুলের খোঁজে ভ্রমর আসে
হয়ে যায় উতলা।
ফুল আছে তাই ভ্রমর আসে
সৌরভ নিয়ে যায়,
ফুলের কাছে ভ্রমর এসে
নিজেকে বিলায়।


নারীর হাতে ফুল ফোটানো
বাগানে ভরা ফুল,
সৃষ্টি না হলে নারী জাতি তবে
ধরনীর যেতো মূল।
নারীর দেহের সুবাসে ছড়ালে
পুরুষ হয় ব্যাকুল,
যৌবন জোয়ারে ভেসে বেড়ায়
হারিয়ে সব কূল।


ফুল না থাকলে ফুলের বাগান
সৌন্দর্যে মলিন,
ফুল থাকলেই বাগান হাসে
সুবাসে হয় বিলীন।
নারী হলো সৌন্দর্যের প্রতীক
সংসারের সেরা,
যার সংসারে নারী নেই
সে সুন্দর হারা।
===============
১১/০৪/২০
আমতলী, বরগুনা।