************
শূন্য নয়তো তুচ্ছ কভু
আছে তাহার নাম,
কারো ডানে বসে যখন
দশগুনে তার দাম।


দেখছো ভেবে ডানে বসে
তার মত কেউ দামী,
তচ্ছ করছে না বুঝে সে
নয়তো কেহ সমী।


একলা যখন থাকে বসে
নাইতো তাহার দাম,
ব্যবহার করো ডানে তাকে
রাখছো কেন বাম?


তুচ্ছ করে ফেলছো যাকে
গুচ্ছ তাহার দাম,
ব্যবহারবিধি না জেনে যেন
হয়না কোন কাম।


শূন্য বলে তুচ্ছ করো না
পূর্ণ করে সবার,
অধিক গুনে গুণান্বিত হবে
করলে সঠিক ব্যবহার।


একলা তুমি আছো বসে
শূন্য করো ধার,
ডানে বসিয়ে অর্জন করো
সফল হবে এবার।
***************
২৪/০৯/২০