এ কোন পৃথিবী দেখছি আজ !
মানুষের বিশ্বাস স্বার্থের কারাগারে বন্দী ,
ক্ষমতার অন্ধ মোহে পরস্পর প্রতিদ্বন্দ্বী ।
এ কোন সমাজ দেখছি আজ !
একদিকে বিত্ত বৈভব প্রাচুর্যের পাহাড় ,
অন্যদিকে দুবেলা দুমুঠো জোটে না আহার ।
এ কোন স্বদেশ দেখছি আজ ,
ক্ষমতার দম্ভে গড়ে ওঠে নব্য স্বৈরাচার ,
অত্যাচার অনাচার অবিচার ওঠে হাহাকার ।
যেখানে সোনা ফলা মাঠ সবুজ প্রান্তর ,
ফুল ফল পাখিদের গানে ভরে অন্তর ;
স্নেহ প্রেম মায়ার বাঁধন , গোলা ভরা ধান ,
প্রেমে ভরা প্রাণ সুখের জীবন ;
সবকিছু প্রতিহিংসার আগুনে জ্বলছে  ।
ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ,
বোনেরা হারায় সম্ভ্রম ;
যুদ্ধের দামামা বেজে উঠছে ।
শান্তির লাগি যারা করে শান্তি সনদ
তারাই বাধায় যুদ্ধ ,
মানবতার বাণী ছড়িয়ে দেবার
সব পথ আজ রুদ্ধ ।
এ কোন পৃথিবী দেখছি আজ !
প্রযুক্তি নির্ভর প্রেমহীন জীবন যাপন ,
প্রকৃতির বৈরিতা, যুদ্ধ-মহামারী, ছন্দপতন ।