হত দরিদ্র সংসারে কেন জন্ম নিলো!
যদিও আসে সে তার ঘর করে আলো,
তবুও ভরে না মন পিতৃ দেবতার,
মেয়ের মুখ দেখিতে ক্ষুব্ধ মন তার।


ভ্রান্তির মাঝে আজও মানব সংসার,
মা হয়ে নারী পায়না ন‍্যায‍্য অধিকার ;
পুত্র জন্ম্ নিলে হেথা মুখে ফোটে হাসি,
মেয়ে যেন অভিশাপ দুঃখ রাশি রাশি।


সভ‍্যতা এগিয়ে চলে জগত পাল্টায়,
কুসংস্কার মানুষের মনে থেকে যায়।


মেয়েরাতো নয় আজ শুধু গৃহবধু,
জননী ধাত্রী মেয়েরা নয় আজ শুধু ;
বিমান চালায় তারা রাষ্ট্রও চালায়,
অবলা বলে কি তারে বেঁধে রাখা যায়?