ফিরে এলাম সন্ধ্যা নদীর তীরে
যেখানে আমার গোপন প্রেম আজও কেঁদে মরে ,
যদিও অবেলায় এসেছি তাহার কুঞ্জ বনে ,
দিবসের বিদায় ক্ষণে ।
গেয়ে উঠি হারানো দিনের গান ,
বয়ে যায় মৃদু সমীরণ ;
ঝরে পড়ে বেদনর ফুল ,
আবার হবে কি সেই ভুল !
বহুকাল ধরে বহুদেশ ঘুরে ,
আবার এসেছি ফিরে সন্ধ্যা নদীর তীরে ;
নদীতে এখনও সেই স্রোত সেই জোয়ার ভাটা ,
নেই শুধু  প্রেমের সে তরী ভাললাগা দমফাটা ।


বয়স এখন ষাট হৃদয় শুকিিয়ে কাঠ ,
তবু এইখানে এলে সন্ধ্যা নদীর তীরে
হৃদয়ে ব্যাকুলতা জাগে অনুরাগ আসে ফিরে ;
স্মৃতিরা মেলে দেয় ডানা গোপন প্রেমের বাহানা ,
একজন ছিল যে আমায় ভালবাসতো ,
চঞ্চলা হরিণীর মত কছে আসতো ;
কঠিন বাস্তবতা মেনে দুজনে থেকেছি দূরে ,
বিরহের যত গান বাজে আজ সুরে সুরে ।


দিনের অস্তরাগে মনে জাগে প্রেমের পূর্বরাগ ,
আর একটিবার আসবে কি সে নিয়ে অনুরাগ ;
ভুলে যাব সব ব্যথা ছলনার কথা ,
আর একটি বার এসো সখী নিয়ে প্রেমের বার্তা ,
ধন্য হবো বন্য আমি কাছে আসলে তুমি ।


০৬/০৯/২০২২
স্বরূপকাঠী ( নেছারাবাদ )
সন্ধ‍্যা নদীর তীরে।