বহুদেশ ঘুরে এসেছি ফিরে জননী জন্মভূমি
রূপসী বাংলা মায়ের কোলে ,
এসেছি ফিরে সাত সমুদ্র পারি দিয়ে এই আমি
গাং চিল হয়ে ডানা মেলে ।
যেখানে প্রভাতে সূর্যকিরণের সোনালী আভায়
প্রকৃতি হয় আলোকিত ,
ধন ও ধানে ভরা সবুজ শ্যামল বাংলার রূপে
হৃদয় হয় চমকিত ।
ষড়ঋতুর বাংলায় গ্রীষ্ম বর্ষায় ঝড় বাদলে
জীবন হয় ছন্নছাড়া ,
শরতের কাশবন হেমন্তের সোনালী ফসলে
হৃদয় হয় দিশেহারা ।
শীতের হিমেল হাওয়া  , বসন্তে কুকিলের গানে
প্রাণে জাগে প্রেমের দোলা ;
ভাললাগার অনাবিল উষ্ণ উচ্ছাস , দেহমনে
ছড়িয়ে করে আত্মভোলা ।
এখানে নদী নালা, খাল বিল ,ফসলের মাঠ যেন
মনকাড়া এক রূপের বাহার ;
ফুল ফল প্রজাপতি, পাখির কূজন , নীল আকাশ
রূপ লাবন্যে অতি চমৎকার ।