আবেগ যত প্রখর তত কান্না হাসি ,
আবেগ ভুলে বিবেক দিয়ে ভাবতে শেখো
আবেগে যন্ত্রণা বেশী সেটা মনে রেখো ;
শুধু বিবেকে যায় কি বলা ভালবাসি ?

ক্ষণিকের মোহে মন থাকে প্রেমে অন্ধ ,
আবেগ বিহনে প্রেম ধরা নাহি দেয় ,
আবেগে আপ্লুত প্রিয় কাছে টেনে নেয় ;
আবেগ আর বিবেকে চলে কত দ্বন্দ্ব ।

বিবেক যদি আবেগে করে মাথা নত ,
বিবেক হারা মানব পশুর সমান ,
আবেগ হারানো মন নিঠুর পাষাণ ;
অবাঞ্ছিত ঘটনা তে জীবন বিধ্বস্ত ।

বিবেক খোঁজে উত্তম পথ সততার ,
আবেগ জাগায় প্রেম মানব সেবার ।