তোমারে হেরিয়া প্রিয়া
শিহরণ জাগে প্রাণে,
ফিরে আসি বার বার
ভালবাসারই টানে।
মুগ্ধ দু’নয়ন মেলে
যখন তোমায় দেখি,
দৃষ্টি ফেরাতে পারিনা
তাই চোখে চোখ রাখি।
যত দূরে আমি যাই
যত থাকি নিরালায়,
তুমি থাক ছায়া হয়ে
আমার এ আঙিনায়।
আর কত দূরে প্রিয়া
নিয়ে যাবে তুমি মোরে,
আর কত পথ হেঁটে
আমি খুঁজবো তোমারে।
ঊষার আলোয় হেসে
কবে তুমি দেবে ধরা,
কবে তুমি কাছে এসে
এ হৃদয়ে দেবে নাড়া!
এত ভালবাসি যারে
সে কি রবে দূরে সরে,
অঙ্গ জুড়ে ছন্দ তুলে
সে মোরে পাগল করে।
এলো কেশে বসে পাশে
বলেছিলে ভালবাসি,
তবে কেন এত ছল
ওগো মোর অবিনাশী।