যাকে পাই কাছে অবলীলায় তাকেই করি অবহেলা ,
যে আমায় জ্বালায় পোড়ায় তারই তরে ভাসাই ভেলা ;
অবুঝ এ মন তারে পেতে চায় যে দেয় শুধু ছলনা ,
ফিরে দেখিনা তারে ভালবাসে আমায় বলে যে ললনা ।


নিরবে সে শুধু ভালবাসা দেয় অন্তরে প্রেম মন্ত্রণা ,
সকলে তারে সরল ভেবে দেয় দুঃখ বিরহ যন্ত্রণা ;
অকারনে আঘাত করি একান্ত আপন ভাবিনা যারে ,
না চাইতেই পেলাম যারে তারে কি ভাল লাগতে পারে ?


বুঝতে চাইনি তার অনুভব , কি ছিল তার প্রত্যাশা !
অবহেলায় দূরে ঠেলি তবু ফুরায় না যে ভালবাসা ।
জানি আমার একটু হাসি একটু মুগ্ধ চোখের দৃষ্টি ,
হৃদয়ে তার বয়ে যায় গভীর প্রেমের ঝড় ও বৃষ্টি ।


নিতান্ত কূপমুন্ডক আমি , তারে নিয়ে করি শুধু খেলা ,
কাছাকাছি থকি সদা তবু তারে করি শুধু অবহেলা ।