মধ্যরাতের গহীন অন্ধকারে ঘর ছাড়লাম
দুর্নিবার বেদনা নিয়ে অন্তরে,
আপনার বলে এতকাল ছিল যারা কাছে
সকলেই চলে গেছে দূরে সরে!
প্রশ্ন জাগে মনে কেন এমন হয়, কে চালায় এ জীবনের রথ?
অবিরল অন্ধকারে হারিয়ে ফেলি চেনা পথ :
সূর্য‍্য যায় অস্তাচলে, নেমে আসে রাত
রাতের আকাশে জেগে ওঠে পূর্ণিমার চাঁদ ;
জ্যোৎস্নার আলোয় দেখি সেই পথ,
যে পথে আমার পূর্ব পুরুষেরা হেঁটেছিল
নতুন ঠিকানার খোঁজে,
মেসোপটেমিয় থেকে মহেঞ্জোদারো
অত:পর হরোপ্পায় থামে পলিমাটির ভাজে ;
কল্পনায় মিশে যায় স্থাপত‍্য ভাবনা,
সবুজ শ‍্যামল প্রকৃতিতে মানুষের পদচারণা!
আমি সেই প্রত্নতত্ত্বের ফসিল থেকে
জেগে ওঠা এক জীবন্ত অণুজীব,
মানুষের রূপ ধরে খুঁজি জীবনের শেষ বন্দর!
তরী ভিড়বে কি সেই বন্দরে? খুঁজে পাবো কি তাদের?
যাদের হারিয়েছি জীবনের  দ্বৈরথে!
এই তো জীবন, মানব জীবন, আসা আর যাওয়া
মাঝখানে কিছু স্মৃতি রেখে যাওয়া!