আবোল তাবোল ভাবনা মনে
দিচ্ছে হানা বারেবার,
দেশে নাকি আকাল হবে
থাকবে না সুখ ঘরে আর।


দেশের টাকা বিদেশ গেল
ফিরবে না সে কোন দিন ,
কৃষি জমি হচ্ছে বিরান
চাষির মাথায় কত ঋণ ।


ক্ষেত খা মারে সোনা ফলে
চাষী পাচ্ছে না তার দাম,
অর্থ শ্রম তার সবই বৃথা
বৃথাই ঝড় লো মাথার ঘাম।


দ্রব‍্য মূল‍্য বাড়ছে কেবল
গতি যে তার লাগামহীন,
ন‍্যয‍্য মূল‍্যের মালে ভেজাল
মানুষগুলো বিবেকহীন।


ক্ষমতা নিয়ে কারা কারি
কে থাকবে কার উপর,
স্বার্থের টানে তাই বুঝি আজ
আপন হয়েছে পর।