বয়স ষাট পেরিয়ে গেল,
চাকরী থেকে নিলাম অবসর ;
এখন আমার বেকার জীবন,
অফুরন্ত অবসর!
ভাবছি এখন শুধু কবিতা পড়বো,
কবিতা লিখবো,কবিতার মাঝে হারিয়ে যাবো।
হঠাৎ বিনা মেঘে বজ্রপাত!
গিন্নি এসে বললো, ‘বাজারে যাও তেল শেষ।‘
বলে কি রান্না ঘরের রানী, তবে তো খাবার পেতে
হবে অনেক দেরী!
চট করে উঠে পড়ি ছুটে যাই বাজারে,
এই বয়সে বাজার করা সত‍্যি ভিষন সাজা রে।
শুনছি তেল নিয়ে বাজারে চলছে তেলেসমাতি,
হাতে নাতে ফলও পেলাম ;
বলো কোথায় যাই গিন্নিকে কি দিয়ে মানাই!
সয়াবিন না হয় শর্ষে একটা কিছু চাই,
অবশেষে কেনা হলো চড়া দামে।
বাসায় এসে পেলাম আরেক কাজের ফর্দ!
কোথায় অবসর কোথায় কবিতা পাঠ,
বেকার লোকের থাকে না ঠাটবাট ;
ইচ্ছে হলেই ইলিশ খেতে
যায়না যাওয়া মাওয়া ঘাট।