নির্দয় নিষ্প্রাণ এ এক অচেনা পৃথিবী
কোটি মানুষের কোলাহল,
স্নেহ হীন, মায়া হীন, সংঘাত আর্তনাদে
কেঁপে উঠছে  ধরণীতল ।


মানুষেরা একই সাথে হাটে কথা বলে
কেউ কাউকে তারা চেনে না,
মানুষগুলোর ব্যস্ততা এতটাই বেশী
কেউ কারও ডাক শোনে না ;


সুযোগ পেলেই ক্ষুধার্ত  হিংস্র হায়নারা
লোকালয়ে এসে দেয় হানা,
কাদা মাটির এ দেশে আজ বন্য শূকর
আর শকুনের আনাগোনা ।


নারীর আর্তনাদ শুনা যায় পথেঘাটে
ঝোপঝাড়ে এখানে সেখানে,
সমাজচ্যুত  হয়ে  সৎ মানুষেরা কাঁদে
নিভৃতে বসে ঘরের কোনে;


সবাই আমরা সবার তরে -এই কথাটি  
আজ যায়না কোথাও শোনা ,
মানব সেবা মানবধর্ম এমন কথা
বলা হেথায় এখন মানা ।