সৃষ্টির সেরা মানুষ
করে কত অনাসৃষ্টি,
স্বার্থের মোহে ওরা
ভূলে নিজের কৃষ্টি ।
জগতের যত অনাচার
মানুষেরই সৃষ্টি,
পথের পাশে অনাহারী
নেই কারও দৃষ্টি ।
রৌদ্রতাপে কষ্ট করে
করে ওরা কাজ,
ক্ষুধার জ্বালায় গরীব নারী
বিকায় নিজের লাজ ।
এ জগতে শক্তি আর বুদ্ধি দিয়ে
কেউ হয়েছে ধনী,
সহজ সরল দুর্বলেরা নত হয়ে
সবই নেয় মানি ।
হাজার বছর পেড়িয়ে আজও আছে
সে ভেদাভেদের প্রাচীর,
অচলায়তন ভাঙ্গতে হবে, জেগে ওঠো
গরীব দুঃখী উচু করে শির ।