দাদী-নানীর আরব্য রজনী কিংবা ঠাকুরমার ঝুলী
রুপকথার সে সব কাহিনী আমরা গিয়েছি ভুলি,
মায়ার বাঁধন ছিড়েছি, ভূলেছি ভালবাসার মোহ;
সসারে চেপে খুজবো আমরা নিত্য নতুন গ্রহ ।


ময়ূরপঙ্খী চাইনা এখন চাই সুপারসনিক প্লেন,
এক নিমিসে আসবো ঘুরে আমেরিকা স্পেন;
স্পেসশীপের যাত্রী হতে সবাই এখন পথ চলে,
চাঁদের দেশে যাবনা আর যাবো এবার মঙ্গলে ।


নোটবুক সেলফোন  হাতে নিয়ে পথ চলি,
ফেইসবুক টুইটারে ভাললাগার ঝড় তুলি;
মানুষেরা ধরার বুকে থাকবে আরাম আয়েসে,
মানব সেবার কাজে এখন রোবটেরা রয়েছে ।