হৃদয় আস্ফালিয়া উঠে ধ্বংসের উল্লাসে,
নতুনের বহ্নিশিখা জ্বলে আকাশে বাতাসে ;
জড়া জীর্ণতা আর কুসংস্কারের প্রাচীর ভেঙ্গে,
ভাসাই তরণী সত‍্য ন‍্যায় স্বাধীষনতার তরঙ্গে।


আমি উন্মাদ নই আমি কালজয়ী ধুমকেতু,
ক্ষুধার্ত হায়নার ছোবলে নই আমি ভিতু ;
আমি স্থির নক্ষত্র নই আমি কক্ষচ‍্যুত উল্কা,
মৃত‍্যুঞ্জয়ী আমি বাজাই শুধু বিজয়ের ডঙ্কা।


শোষনের বিরুদ্ধে আমি যে জ্বলন্ত অগ্নিশিখা,
দুর্নীতি দুঃশাসনের লাগিয়া এক বিভীষিকা ;
অন‍্যায় অবিচার রুখে দিয়ে সত‍্য পথধরি,
অগ্রদৃত আমি মানবতার মুক্তির কান্ডারী।