প্রতিহিংসার আগুনে পুড়ছে ব্যস্ততম শহর
পুড়ছে পল্লীর মাঠ ঘাট প্রান্তর ,
ছাই হয়ে যাচ্ছে সব জীবনের প্র্রাপ্তিগুলো
রক্ত পিপাসু হায়নার ছোবলে ।
জ্বলছে আগুন চারিদিকে
বাজারে আগুন,
যানবাহনে আগুন
আগুন খেটে খাওয়া মানুষের অন্তরে ;
প্রবাসীর অন্তরে আগুন
আগুন ধর্ষিতা নারীর ক্রন্দনে,
আগুন লেগে আছে ঘুম হওয়া মানুষের
স্বজনদের আহাজারিতে।
কোথায় নেই আগুন ?
সমাজ সংসার ক্ষমতার মসনদ
মসজিদ মন্দির গীর্জা প্যাগোডা ,
এমনকি নদীর মোহনায় বাধ দিয়ে
আগুন জ্বালাবার ব্যবস্থা করা হচ্ছে ।
কোথায় নেই আগুন ?
পিতার মাথায় আগুন ,
মায়ের বুকে আগুন ,
প্রিয়ার অংগে আগুন ,
প্রেমিকের চোখে আগুন  ।
আগুন সর্বত্র তবে তা চাপা পড়ে আছে
ভিসুভিয়াসের মত কোন আগ্নেয়গিরীর গভীরে ,
যার খোলা মুখ বরফের আচ্ছাদনে ঢাকা ।
প্রচণ্ড উত্তাপে নিশ্চিত সে মুখ একদিন
ফেটে হবে চৌচির ,
আগুনের স্ফুলিঙ্গ লেলিহান শিখা হয়ে
ঊর্ধ্বমুখী হবে ,
জ্বলন্ত লাভা ছড়িয়ে পড়বে জনপদে
সেদিন পুড়ে ছাই হবে
সভ্যতার নির্যাস ।